শিরোনাম
‘পাটের সোনালী দিন আবারো ফিরে আসবে’
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৬:৪৬
‘পাটের সোনালী দিন আবারো ফিরে আসবে’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, পাটের সোনালী দিন আবারো ফিরে আসবে। নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটের পণ্য তৈরি করতে হবে। সারা দেশে এখন মানুষ প্লাস্টিক বর্জন করেছে। দেশে প্লাস্টিক ব্যবহার করায় পাটের দুর্যোগ নেমে এসেছিলো।


রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটারে) নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


মন্ত্রী বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না অন্যকেও দুর্নীতি করতে দেব না। আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত এখানে কেউ দুর্নীতি করতে পারবে না। আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


নবীন বরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটারের অধ্যক্ষ ড. মিজানুর রহমানসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com