শিরোনাম
বগুড়ায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৯ মার্চ ২০১৯, ২০:১৪
বগুড়ায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফাইল ছবি
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনন্ত পাঁচজন।


শনিবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।


আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- দুপচাঁচিয়ার গুনাহার চান্দাইলের জসিম উদ্দীনের ছেলে সিএনজি চালক আফজাল (৪৫), আদমদীঘি উপজেলার সান্তাহার নামাপৌঁওতা গ্রামের মৃত উজির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও মুরইল শেরপুর গ্রামের সিএনজি যাত্রী মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৫৪)।


আহতরা হলেন- আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহেজ (৩৩), দিনাজপুরের ওষুধ বিক্রয় প্রতিনিধি আনছার আলীর ছেলে সোহেল (৪০), দুপচাঁচিয়ার গুনাহার সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪), কোচকুড়ি গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আফজাল হোসেনসহ পাঁচযাত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার তিনজন যাত্রী নিহত হন।


গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com