শিরোনাম
যশোরে নদ থেকে হাত উদ্ধার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭
যশোরে নদ থেকে হাত উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর শহরের দড়াটানার ভৈরব নদের সেতুর নিচ থেকে একটি হাত উদ্ধার করেছে পুলিশ।


বুধবার দুপুরের দিকে হাতটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে উদ্ধারকৃত হাতটি একজন ক্যান্সারের রোগীর বলে পুলিশ নিশ্চিত হয়েছে।


যশোর কোতোয়ালি থানার এসআই খালিদুর রহমান জানিয়েছেন, শহরের বেসরকারি ইউনিক হাসপাতালে ভর্তি ছিলেন ক্যান্সারে আক্রান্ত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বর্মনদা গ্রামের নিরঞ্জন কুমারের ছেলে অনুপ কুমার (২০)। মঙ্গলবার রাতে অপারেশনের মাধ্যমে তার হাতটি কেটে ভৈরব নদে ফেলে দেয় সংশ্লিষ্টরা।


বুধবার সকালে হাতটি দেখে উৎসুক মানুষ সেখানে জড়ো হতে থাকেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি শরীরের অবশিষ্ট অংশের সন্ধান চালায়। পরে পুলিশ জানতে পারে ইউনিক হাসপাতালের ডা. মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে হাতটি কেটে ফেলার পর সংশ্লিষ্টরা সেখানে ফেলে রেখেছেন।


তিনি আরো জানান, এভাবে কোনো রোগীর হাত কেটে প্রকাশ্যে ফেলে রাখা অপরাধ। তাই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টা চলছে।


বিবার্তা/তুহিন/মাইকেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com