শিরোনাম
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৫
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে তালা মহিলা কলেজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে কলেজটির হলরুমে অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


অনুষ্ঠানে প্রভাষক গাজী আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক ভবতোষ মণ্ডল, সুতপা রাহা টুম্পা, ক্রীড়া শিক্ষক গাজী নজরুল ইসলাম, ছাত্রীদের মধ্যে মাহাবুবা ফেরদৌস দোলা।


আলোচনা শেষে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত লোকজনের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনায় দোয়া অনুষ্ঠিত হয়। আর দোয়া অনুষ্ঠানটির পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাজী মোজাম্মেল হক।


এদিন তালা উপজেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান-বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।


প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে বর্তমানে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com