শিরোনাম
‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার অত্যাবশ্যকীয়’
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩
‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার অত্যাবশ্যকীয়’
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার অত্যাবশ্যকীয়।


শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মাহফুজুল আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. এনামুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আয়োজিত এক সম্বর্ধনা সভায় যোগ দেন।


বিবার্তা/বেলাল/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com