শিরোনাম
চিরিরবন্দরে শতাধিক আমগাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩১
চিরিরবন্দরে শতাধিক আমগাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পূর্ব শক্রতার জের ধরে দিনাজপুরের চিরিরবন্দরে শতাধিক আমগাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা।


শুক্রবার দিবাগত রাতে তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আব্দুল বাতেনের শতাধিক আমগাছ কেটে ফেলেছে তারা। এ বিষয়ে গাছ মালিক আব্দুল বাতেন চিরিরবন্দর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করছেন।


জানা গেছে, মাস চারেক আগে আব্দুল বাতেনের জমি থেকে ৪টি আমগাছ উপড়ে নিয়ে যায় তেঁতুলিয়া ইউনিয়নের ড্রাইভার পাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে সাবু, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল রহমান, মোতাহার হোসেনের ছেলে মশিউর রহমান ওরফে ডন। পরে বিষয়টি জানাজানি হলে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় এবং স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এর জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আব্দুল বাতেন জানান, বিভিন্ন সময়ে আমাকে তারা নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। আমার ফলজ আমগাছের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিগত দিনে আমার ক্ষতি করে তারা ক্ষান্ত হয়নি। এখন আবারো ফলদি গাছ, পুকুরের মাছ ও জমির ফসল নষ্ট করার হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছ থেকে বিচারের দাবি করছি।


চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা পিএসআই জিল্লুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মানিক/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com