শিরোনাম
দামুড়হুদায় ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩২
দামুড়হুদায় ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা থেকে অবৈধপথে ভারত থেকে আসা ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার এই মূর্তিগুলো উদ্ধার করা হয়।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের টহল কমান্ডার হাবিলদার শওকত আলী গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে অবৈধপথে ভারত থেকে পিতলের মূর্তি আসছে।


তিনি বলেন, এমন সংবাদের ভিত্তিতে শওকত সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পাকা রাস্তার উপর থেকে ৯১০টি পিতলের মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৮০ হাজার টাকা।


উদ্ধারকৃত মূর্তিগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।


বিবার্তা/সাগর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com