শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১
ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির বিরুদ্ধে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।


রবিবার দুপুরে হরিপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি বিজিবির গুলিতে তিন গ্রামবাসী নিহতের ঘটনায় এ প্রতিবাদ জানানো হয়।


মানববন্ধনে এলাকাবাসীর ৮ দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুব্রুত ভৌমিক মিলন।


দাবিগুলো হলো :


১) বিজিবি’র দোষী সদস্যদের বিরুদ্ধে দ্রুত নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্থদের মামলা আজকের মধ্যে রেকর্ড করে আইনি পদক্ষেপ নিতে হবে।


২) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল তুহিন মো. মাসুদকে বহিষ্কার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে।


৩) লে. কর্নেল মো. মাসুদ মিডিয়ার যে ঔদ্ধত্যতা দেখিয়েছেন ও মিথ্যাচার করেছেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


৪) দ্রুত দোষী বিজিবি সদস্যদের বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


৫) অতিসত্বর নিহত, আহতদের ও গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।


৬) অতিসত্বর নিহত ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।


৭) বিভিন্ন হাট বাজারে ও গৃহস্থের বাড়িতে টহলের নামে বিজিবির হয়রানী বন্ধ করতে হবে।


৮) প্রকৃত চোরাকারবারিদের ও যারা বিজিবির সোর্স হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করে তাদেরও দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।


এলাকার তরুণ প্রজন্মের আয়োজনে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক এসএম আলমগীর, হরিপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপ্না ভৌমিক, রাকিব হাসান রিয়াদ, মোকারমা বাবলী, মামুন আলমসহ প্রমুখ।


মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুস অংশ নেয়।


বিবার্তা/বিধান/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com