শিরোনাম
কুষ্টিয়ায় মাদক সেবনের অভিযোগে কাউন্সিলরের কারাদণ্ড
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭
কুষ্টিয়ায় মাদক সেবনের অভিযোগে কাউন্সিলরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মাদকসেবনের দায়ে পৌর কাউন্সিলর রবিউল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার দুপুরে কুষ্টিয়া বড় স্টেশন এলাকায় গাঁজা সেবনকালে তাকে আটক করা হয়। পরে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।


রবিউল ইসলাম কুষ্টিয়া থানাপাড়া এলাকার নজরুল ইসলাম নজু মণ্ডলের ছেলে।


কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে দুপুরে বড় স্টেশন এলাকা থেকে মাদক সেবনকালে রবিউল ইসলামকে আটক করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আজিজুল হক, কুষ্টিয়া মডেল থানার এসআই তারেক ও এসআই মোস্তাফিজ প্রমুখ।


বিবার্তা/শরীফুল/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com