শিরোনাম
নিহতসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বিজিবির মামলা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০
নিহতসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বিজিবির মামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে নিহত নবাব আলী ও সাদেকুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।


শুক্রবার বিজিবির পক্ষে নায়েব সুবেদার জহুরুল ইসলাম হরিপুর থানায় মামলাটি করেন।


ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির উপর হামলার ঘটনায় বেতনা বিওপির নায়েব সুবেদার জহুরুল ইসলাম ২ শতাধিক হামলাকারীর বিরুদ্ধে মামলা করেন।


হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, গত মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির জব্দকৃত গরুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে গুলিতে তিন জন নিহত ও বিজিবি সদস্য প্রায় ২০ জন আহত হয়। গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগ এনে বিজিবির পক্ষ থেকে ওইদিন গুলিতে নিহত নবাব আলী ও সাদেকুল ইসলামসহ ২ শতাধিক মানুষকে মামলায় আসামি করা হয়েছে।


উল্লেখ্য, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি সদস্যরা গত মঙ্গলবার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজিবি সদস্যরা তখন গুলি চালালে তিন জন নিহত হন। আহত হন বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন।


নিহতরা হলেন রুহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব আলী ও জহিরুলের ছেলে সাদেক মিয়া এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে জয়নাল।


বিজিবির দাবি, জব্দ করা গরু বিওপিতে নেয়ার সময় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়।


বিবার্তা/বিধান/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com