শিরোনাম
দুর্নীতি করে কেউ পার পাবে না : ডা. এনামুর
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮
দুর্নীতি করে কেউ পার পাবে না : ডা. এনামুর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ায় বর্তমান সরকারের মূল লক্ষ্য; এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবেনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


শুক্রবার দুপুরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে; তাই এই সরকারের সময় কেউ দুর্নীতি করতে পারবে না।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি বলেন, নির্বাচনে আসার জন্য সকল দলের জন্য দরজা খোলা রয়েছে; নির্বাচনে আসলে বিএনপির ভরাডুবি হবে জেনেই তারা হয়তো নির্বাচন আসতে চাইছে না।


বিজ্ঞান অলিম্পিয়াড দেশের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com