
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে সেফটি বেল্টের লক ছিঁড়ে মোয়াজ্জেম হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার মোস্তফা আহমেদের ছেলে। তিনি জিএম কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, মোয়াজ্জেম দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের উপরে কাজ করছিলেন। হঠাৎ সেফটি বেল্টের লক ছিঁড়ে প্রায় দুইশ ফুট নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, মোয়াজ্জেম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/উত্তম/মাইকেল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net