শিরোনাম
পাবনায় প্রতিমা বিসর্জনেই শেষ সরস্বতী পূজা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৭
পাবনায় প্রতিমা বিসর্জনেই শেষ সরস্বতী পূজা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার অন্যতম ঐতিহ্যবাহী সরকারি অ্যাডওয়ার্ড কলেজের গোপাল চন্দ্র লাহিড়ী হলের আয়োজনে ‘মাদক কে না বলুন’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী সরস্বতী পূজা।


সোমবার দুপুর ১টায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় এই পূজার সব অনুষ্ঠান।


এর আগে রবিবার সকাল থেকে হিন্দু ধর্মের অনুসারী ছাত্রছাত্রীরা উপোস থেকে অধিক বিদ্যা লাভের আশায় মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে শুরু করেন এই পূজার আনুষ্ঠানিকতা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী।


সরেজমিনে ঘুরে দেখা যায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামণ্ডপের আশপাশে পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল।


এসময় লাহিড়ী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময় বিশ্বাস বলেন, অসাম্প্রদায়িকতার চেতনা বুকে ধারণ করে প্রতিটি ধর্মের মানুষ একাকার হয়ে অনাড়ম্বর পরিবেশে পূজায় আনন্দ ফূর্তি করে থাকেন। শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


বিবার্তা/শুভ/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com