শিরোনাম
গুরুদাসপুরে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়ার অভিযোগ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬
গুরুদাসপুরে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়ার অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির ১০ শিক্ষার্থীকে পিটিয়ে ক্লাসরুম থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব হোসেনের বিরুদ্ধে। এতে বিদ্যালয় চত্বরে অভিভাবকরা ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়।


শনিবার বেলা ১২টার দিকে উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


জানা যায়, বাংলার ক্লাস নিচ্ছিলেন বিপ্লব হোসেন। ক্লাসে পড়া না পারায় জাকিয়া, মুন্নীসহ ১০ শিক্ষার্থীকে মেরে ক্লাসরুম থেকে বের করে দেন তিনি। এ ঘটনায় অভিভাবক জাকির, আলুফা বেগমসহ কয়েকজন অভিভাবকের তোপের মুখে পড়েন তিনি। এসময় বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি বেনজির আহমেদ মিন্টু এসে ঘটনা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।


শিক্ষার্থী জাকিয়া ও মুন্নী অভিযোগ করে বলেন, স্যার প্রায়ই অনেক মারপিট করে। ফলে অনেকেই ক্লাসে যেতে চায় না।


অভিভাবক জাকির হোসেন বলেন, ওই শিক্ষক প্রায়ই বাচ্চাদের মেরে ক্লাসরুম থেকে বের করে দেন। আমরা তার সুষ্ঠু বিচার চাই।


তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদ করায় এসএমসি কমিটির সভাপতি বেনজির আহমেদ প্রকাশ্যে তার মেয়ে কীভাবে এই বিদ্যালয়ে পড়ালেখা করে তা দেখে নেবেন বলে হুমকি দেয়।


তবে অভিযুক্ত শিক্ষক বিপ্লব শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা অস্বীকার করেছেন।


এ দিকে প্রধান শিক্ষক নাজমা খাতুন জানান, এটি দুঃখজনক ঘটনা। তবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।


বিদ্যালয়ের সভাপতি বেনজির আহমেদ জানান, অভিভাবকদের সাথে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এরপরও যদি কোনো অভিভাবক বিচার না মানেন, তাহলে আমাদের কিছুই করার নেই।


এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানা নেই। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/দিলু/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com