শিরোনাম
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন প্রতারক আটক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন প্রতারক আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন প্রতারককে আটক করেছে ফরিদপুরের র‌্যাব সদস্যরা।


শুক্রবার দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলার স্টেশন রোড এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের কয়েকজন প্রশ্ন বিক্রির কার্যক্রম চালাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় মো. মতিন মিয়া নামে এক প্রতারককে আটক করা হয়। পরে ভান্ডারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান ও মো. জুয়েল হোসেন নামে আরো দুই প্রতারককে আটক করা হয়।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ব্যক্তিরা দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তারা এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেজ চালু করেছে। এছাড়াও বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পেয়েছেন। তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


ফরিদপুর র‌্যাব-৮ এর ২নং কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/আবদুল্লাহ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com