শিরোনাম
পটুয়াখালীতে তাঁতশিল্পের উপকরণ বিতরণ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫
পটুয়াখালীতে তাঁতশিল্পের উপকরণ বিতরণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় জীবিকায়নের লক্ষে আদিবাসী রাখাইন নারীদের মাঝে তাঁতশিল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আমখোলা রাখাইন পাড়ায় ‌‌‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। ১২ জন নারীকে তাঁতশিল্পের উপকরণ দেয়া হয়। একই সময় আরো ১৬টি দরিদ্র জনগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য মালামালসহ হতদরিদ্র হস্তশিল্প পরিবারের মাঝে বাঁশ ও গোলপাতা বিতরণ করা হয়।


এসময় লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং কর্মকর্তা রাসেদ খান, ফিল্ড অফিসার উজ্জ্বল চন্দ্র কুণ্ডু, ইউপি সদস্য মো. জাফর উদ্দিন ও শাহিনূর বেগমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/উত্তম/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com