শিরোনাম
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধা ভোগীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সুবিধা ভোগীরা।


সুবিধা ভোগীরা জানান, প্রথমত আমাদের সরকার ২ বছরের জন্য নিয়োগ দিয়ে বেকার জীবন থেকে মুক্তি দেয়া হয়েছিল। কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর আমরা আবারো বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিন পার করছি। তাই চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।


মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস সুবিধা ভোগী কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মিরু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জিন্নাহ, সদস্য আমির হোসেন, নাসরিন বেগম, আঞ্জুয়ারা বেগম ও শহিদুল ইসলাম।


প্রসঙ্গত, সরকারের ঘরে ঘরে চাকরি কর্মসূচি বাস্তবায়নের জন্য লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ন্যাশনাল সার্ভিসের আওতায় ২১৮৮ জন বেকার নারী-পুরুষের চাকরি সুবিধা গ্রহণ করেন। মেয়াদ শেষে তারা আবার বেকার হয়ে যায়।


বিবার্তা/জিন্না/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com