শিরোনাম
ডিমলায় মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫
ডিমলায় মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সামছুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ র‌্যালি করেছে নীলফামারীর ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।


বুধবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন আহত মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হকের স্ত্রী নাজমা গোলাপ, মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান, আমিনু রহমান, নুর হোসেন, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সভাপতি ডা. সৈয়দ লিটন মিয়া তালুদার, শ্রমিক ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবলু লোহানী, মুক্তিযোদ্ধা সন্তান মহববত হোসেন, জাহাঙ্গীর আলম, সদরুল আলমসহ আরো অনেকে।


মানববন্ধনে প্রায় উপজেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশগ্রহণ করে। এর আগে একটি বিক্ষোভ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে গুরুতর আহত মুক্তিযোদ্ধার স্ত্রী নাজমা গোলাপ সন্ত্রাসী শাহ আলমসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত রিবোধের জেরে প্রতিপক্ষের আঘাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (২ ফেব্রুয়ারি) বিরোধপূর্ণ জমিটি শাহ আলম দখলের চেষ্টা করলে জমির মালিক সামছুল হক প্রতিপক্ষকে বাঁধা দেয়। এসময় শাহ আলমের হুকুমে কয়েকজন মুক্তিযোদ্ধার বুকের পাঁজর ভেঙে দেয়।


এ ঘটনায় গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে গোলাম রাব্বানীকে মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ ডিমলা থানায় দায়ের করেছেন।


এ ব্যাপারে ডিমলা থানার ওসি মো. মফিজ উদ্দিন শেখ বলেন, মামলা নথিভুক্ত করে ৮নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/আলমগীর/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com