শিরোনাম
ফুলবাড়ীতে শীতজনিত ডায়রিয়ায় অর্ধশতাধিক আক্রান্ত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫
ফুলবাড়ীতে শীতজনিত ডায়রিয়ায় অর্ধশতাধিক আক্রান্ত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতজনিত ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে। গত ৩ দিনে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।


আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন অভিভাবকরা।


বুধবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ রোগী হাসপাতালে ভর্তি আছে। এদের বেশিরভাগই শিশু।


বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন- উপজেলার ফুলমতি গ্রামের অতুল চন্দ্রের মেয়ে অনুরাধা (১৯ মাস), উত্তর বড়ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে জিম (০৯ মাস), রাবাইতারী গ্রামের আনারুল হকের ছেলে মাহিদ হাসান (১১ মাস), একই গ্রামের আ. মজিদের স্ত্রী মজিয়া বেগম (৫০), বড়ভিটা গ্রামের শাহজালালের ছেলে আল-আজমাইন (১৯ মাস)। অন্যরা চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী ডা. এরশাদুল হক জানান, গত ৩/৪ দিনে ৫০ জনেরও বেশি রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, শীতের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে আক্রান্তদের সঠিক চিকিৎসা দেয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।


বিবার্তা/নয়ন/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com