শিরোনাম
বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজ ডুবে নিখোঁজ ১৫
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২
বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজ ডুবে নিখোঁজ ১৫
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের মাছ ধরার একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনার পর জাহাজের ৬ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন।


সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি শাহ্ বদর-২’।


নিখোঁজদের উদ্ধারে সাগরে থাকা নৌবাহিনীর জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার জাহাজের মালিক তৈয়বুর রহমান।


সূত্র মতে জানা যায়, মাছ ধরা অবস্থায় ভোর রাতে উত্তাল সাগরে খারাপ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি দুর্ঘটনায় পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।


পরে সাগরে ভাসতে থাকা ৬ জন নাবিককে আরেকটি জাহাজে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজে থাকা আরো পনেরজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর এক মুখপাত্র জানায়, নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ এখনো দুর্ঘটনাস্থলের আশপাশে সন্ধান চালাচ্ছে।


বিবার্তা/জাহেদ/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com