শিরোনাম
সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬
সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ ব্যবসায়ী আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ মুকুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।


সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকাশ ইউনিয়নের পিপুলশন দড়িপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় স্বর্ণের নকল মূর্তি কেনা-বেচা করে প্রতারণা করে আসছিল একটি চক্র। স্বর্ণের মূর্তি কেনা-বেচা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়ায় অভিযান চালায় পুলিশ।


অভিযানে পিপুলশন দড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মুকুল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের নকল মূর্তি উদ্ধার করা হয়।


সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পিতলের মূর্তিকে সোনার মূর্তি পরিচয় দিয়ে প্রতারণা করার সময় একজনকে আটক করা হয়েছে। এসময় পিতলের মূর্তিটি উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, সিংড়া থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আটককৃতের কাছ থেকে এই প্রতারণায় জড়িত ১২ জনের নাম পাওয়া গেছে। এখন বাকিদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/রাজু/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com