শিরোনাম
কৃষকের হাতকাটার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪
কৃষকের হাতকাটার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের হাত কাটার ঘটনায় মামলা হয়েছে।


রবিবার সন্ধ্যায় কাকলী বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে মামলাটি করেন।


মামলায় প্রধান আসামি করা হয়েছে মো. ছালাম (৫০) নামক এক কৃষককে। তবে পুলিশ ঘটনার দিন রাতে ছালামের স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) আটক করেছে।


মামলা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখোলা গ্রামে কৃষক হুমায়ুনের চাচাতো ভাই ছালামের সীম ক্ষেত খায়। এ নিয়ে হুমায়ুন ও ছালামের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছালাম বাড়ি থেকে ধারালো চাপাতি এনে হুমায়ুনের উপর হামলা চালায়।


এ ঘটনায় হুমায়ুনের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় হুমায়ুনের ছোট ভাই সাইদুল (১৮) তাকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা চালানো হয়। এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার উন্নতি না হওয়ায় এ দুই সহোদরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা।


এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ এসআই মো. ইব্রাহিম সাংবাদিকদের জানান, একজন আসামি আটকের পর অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


বিবার্তা/উত্তম/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com