শিরোনাম
লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতার মামলায় এ্যানীর জামিন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৪:১০
লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতার মামলায় এ্যানীর জামিন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন মঞ্জুর করেছে আদালত।


মঙ্গলবার দুপুরে এ্যানী লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মোহাম্মদ শাহে নূর জামিন আবেদন মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর (সোমবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যানীর নির্বাচনী গণসংযোগকালে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য, বিএনপির ২৫ জন ও আওয়ামী লীগের ছয়জন আহত হয়।


পরে এ ঘটনায় ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


ওই মামলায় এ্যানী ও তার ভাই হ্যাপী চৌধুরী ছাড়াও বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত রয়েছে আরো ২০০ নেতাকর্মীর নাম।


লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. হাছিবুর রহমান জামিন হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


বিবার্তা/সুমন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com