শিরোনাম
টাঙ্গাইলে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:২৬
টাঙ্গাইলে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ ও মির্জাপুর থানা পুলিশের যৌথ অভিযানে ৮৬ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সাথে না থাকার কারণে ৮৬ টি মোটরসাইকেল বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


শনিবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিনটি প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অন্যান্য নিয়মশৃঙ্খলা ভঙ্গের কারণে এ মোটরসাইকেলগুলো আটক করা হয়েছে বলে মির্জাপুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার নাছির বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার তিনটি স্থানে অভিযান পরিচালনা করে কাগজপত্রবিহীন ও মোটরসাইকেল চালানোর নিয়ম ভঙ্গ করার কারণে ৮৬ টি মোটরাসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com