শিরোনাম
বঙ্গবন্ধু সেতু পারাপারকালে ট্রাকে হঠাৎ আগুন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১১:১২
বঙ্গবন্ধু সেতু পারাপারকালে ট্রাকে হঠাৎ আগুন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পারাপারকালে রডবোঝাই একটি ট্রাকে হঠাৎ করে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।


শুক্রবার দুপুর ১২টার দিকে ট্রাকে আগুন লাগার ঘটনায় সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় প্রায় এক ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর উভয়পারে শতশত যানবাহন আটকা পরে।


এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাকে আকস্মিক আগুন ধরে যায়। তবে ওই আগুনের সূত্রপাত লক্ষ্য করেই চালক ও হেলপার ট্রাক থেকে নেমে যায়।


এতে প্রাণহানীর কোনো ঘটনা ঘটেনি। সেতুর উপর চলন্ত ট্রাকে আগুন লাগার সংবাদ পেয়েই তাৎক্ষণিক ভূঞাপুর ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে সেতু দিয়ে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।


দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর দুপুর ১টা থেকেই সেতু দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com