শিরোনাম
খানসামায় নিরীক্ষক পদে কিন্ডারগার্ডেন শিক্ষক!
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:০২
খানসামায় নিরীক্ষক পদে কিন্ডারগার্ডেন শিক্ষক!
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় ইংরেজি খাতা মূল্যায়নে নিরীক্ষক পদে মো. ছকি উদ্দীন নামে এক কিন্ডারগার্ডেনের শিক্ষককে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের অসমতা ও অনৈতিক প্রতিযোগিতার তথ্য পাওয়া গেছে।


উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ছকি উদ্দীন একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তিনি বর্তমানে উপজেলার পাকেরহাটে অবস্থিত ট্যালেন্টসার্চ রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক। কিন্ডারগার্ডেনের এই শিক্ষককে ইংরেজি খাতা মূল্যয়নে নিরীক্ষক করায় কোমলমতি শিক্ষার্থীদের অসম ও অনৈতিক প্রতিযোগিতা করা হয়েছে। উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক অভিজ্ঞ, দক্ষ ও ইংরেজি বিষয়ের শিক্ষক থাকা সত্বেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের কয়েকজন শিক্ষক বলেন, আমাদের তো পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পর্যন্ত দেওয়া হয় না। সেখানে ট্যালেন্টসার্চ রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষককে কেন নিরীক্ষক করা হল? যখন প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক পিএসসি পরীক্ষার নিরীক্ষক হয় তখন এর মান নিয়ে প্রশ্ন সবার হতেই পারে।


তবে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিন্ডারগার্ডেনের শিক্ষকদের অনুরোধে ও স্বচ্ছতার জন্যই কিন্ডারগার্ডেনের শিক্ষক নেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রকি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com