শিরোনাম
শীতে কাঁপছে দিনাজপুর!
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৩
শীতে কাঁপছে দিনাজপুর!
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ছিন্নমূল-হতদরিদ্র মানুষের অবস্থা চরম শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।


এক সপ্তাহ ধরে দিনাজপুরে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে। কুয়াশার পাশাপাশি শৈত্য প্রবাহ বইছে দিনাজপুরে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়াও বইছে। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না কেউ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।


ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও দিনাজপুরের বিভিন্ন মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। শীতে রেল লাইন ও বস্তি এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। জেলার বিভিন্নস্থানে অবস্থানকারী ছিন্নমূল মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পোহাচ্ছে। শীতার্ত মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের জন্য তাকিয়ে আছে সরকার ও বিত্তবানদের দিকে।



সরকারিভাবে জেলা, উপজেলা প্রশাসন, বিজিবি, ট্রাই ফাউন্ডেশনসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।


জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, শীতবস্ত্রের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। এসব শীতবস্ত্র আসলেই তা বিতরণ করা হবে।


এভাবে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ অব্যাহত থাকলে মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়ার আশংকা করছেন আবহাওয়াবিদরা।



বিবার্তা/শাহী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com