শিরোনাম
মাংসপট্টিতে শিয়াল জবাই!
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩
মাংসপট্টিতে শিয়াল জবাই!
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের মাংসপট্টিতে শিয়াল জবাই করায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শুক্রবার বিকেলে উপজেলার সফিপুর বাজারের মাংসপট্টিতে বাছেদের খাসির মাংসের দোকানের সাথে শিয়াল জবাইয়ের ঘটনায় হুলোস্থল শুরু হয়ে যায় পুরো বাজারে। এ ঘটনা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।


এলাকাবাসী জানায়, সরকার অনুমোদিত একটি বাজারে প্রকাশ্যে মাংসের দোকানে শিয়াল জবাই করেছে, যা মূলত বিক্রির উদ্দেশ্যেই। অথচ প্রতারণা করে এমন কাজ করলেও অভিযুক্তদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।


তারা জানায়, উপজেলার সফিপুর বাজারের মাংস পট্টিতে শুক্রবার বিকেলে মাংস ব্যবসায়ী বাছেদের মাংসের দোকানের সাথে একটি শিয়াল এনে প্রকাশ্যে জবাই করা হয়। এসময় বাজারে আসা কয়েকজন ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে এর প্রতিবাদ জানায় এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।


এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি স্থানীয় মৌচাক ফাঁড়ি পুলিশকে অবহিত করলেও তারা ঘটনাস্থলে আসেনি। তবে কালিয়াকৈর থানা পুলিশের এসআই মনির হোসেন খবর পেয় ঘটনাস্থলে আসলেও অভিযুক্তদের কিছুই না বলে চলে যান।


প্রকাশ্যে গরু ও খাসির মাংসের দোকানের পাশে শিয়াল জবাই করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।


মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com