শিরোনাম
গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৩
গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।


রবিবার সকাল ৮টা থেকে জেলার ৩টি আসনের ৩৮৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোটগণনা।


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোট দেন। ভোটগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, দুই তৃতীয়াংশ আসনে আওয়ামী লীগ ভোটে জয়ী হয়ে এবারো সরকার গঠন করবে।


ভোটগ্রহণ শুরুর পর থেকেই গোপালগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে মানুষকে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। তবে ঐক্যফ্রন্ট বা অন্য কোনো দলের প্রার্থীদেরকে ভোটের মাঠে পাওয়া যায়নি।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে মোট প্রার্থীর সংখ্যা ১৪ জন। এবার গোপালগঞ্জে মোট ভোটার ৮ লাখ ৭৯ হাজার ৯৫৭ জন। যার মধ্যে পুরুষ ৪ লাখ ৪২ হাজার ৮৪১ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১১৬ জন।


বিবার্তা/শিমুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com