শিরোনাম
কুষ্টিয়ায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:০৯
কুষ্টিয়ায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার ৪টি নির্বাচনী আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।


সকাল ৮টায় কুষ্টিয়া সরকারি কলেজে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনের মাহজোট প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়া একই সময়ে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মহাজোটের প্রার্থী জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারা উপজেলার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।


এবার আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া জেলার ৭ লাখ ২৬ হাজার ৪৮২ জন পুরুষ এবং ৭ লাখ ৩০ হাজার ৫৮৩ জন নারীসহ মোট ১৪ লাখ ৫৭ হাজার ৬৫ জন ভোটারের জন্য ৫৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।


এরমধ্যে ৩৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ২১টি কেন্দ্রকে দুর্গম বিবেচনায় নিয়ে সেগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com