শিরোনাম
ধুনটে বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৩
ধুনটে বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বগুড়ার ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুসহ ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪০ জনকে।


শনিবার দুপুরে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এর আগে শুক্রবার দিনগত রাতে ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবর রহমানের নৌকা মার্কার প্রচারণার জন্য উপজেলার চালাপাড়া গ্রামে নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়। ওই নির্বাচনী কার্যালয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com