শিরোনাম
লালমনিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫
লালমনিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভাটেশ্বরী নদীর উপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্বাবধায়নে আনুষ্ঠানিক ভাবে পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।


বুধবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ খনন কাজের উদ্বোধন করেন।


৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন ব-দ্বীপ পরিকল্পনা ২০১১ প্রকল্প (১ম পর্যায়) লালমনিরহাট জেলায় ৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ৬টি নদী ও জলাশয়ে ৯৮কিলোমিটার খাল খনন করা হবে।


এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী জ্যেতি প্রসাদ ঘোষ, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিধু ভূষণ রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী বজলার রহমান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বাদশা আলম প্রমুখ।


এসময় উপকারভোগী শত শত কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জিন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com