শিরোনাম
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৮৩টি ঘর ভস্মীভূত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:২২
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৮৩টি ঘর ভস্মীভূত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনিতে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে প্রায় ১৮৩টি ঘর ভস্মীভূত হয়।


ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেছেন, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমের মালিকানাধীন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ইপিজেড থেকে তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


আগুনে টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ওই বাসা বাড়ি ও আসবাবপত্র পুড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতির হয়েছে।


ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয়রা বলছেন, এ কোলোনিগুলোতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকত।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com