শিরোনাম
শেষ পর্যন্ত আমরা লড়ে যাব: মির্জা ফখরুল
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯
শেষ পর্যন্ত আমরা লড়ে যাব: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসমলাম আলমগীর বলেছেন, এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই। সারা দেশে নির্যাতন ও ধরপাকড় বেড়ে গেছে। কয়েকদিন ধরে আমাদের শীর্ষ নেতাদের ওপর হামলা করা হচ্ছে।


তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। তবে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে, এই দেশে সরকারের অধীনে কখনো সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।


ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবন থেকে বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওতে কিছুদিন আগেও এসেছিলাম তখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। গতকাল রাতে আসার পরে দেখলাম প্রকাশ্যে বড় বড় রামদা নিয়ে সন্ত্রাসী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই আসনটি আমার হওয়ায় তারা এখানে এমনটা করছে বলে আমার মনে হয়।


তিনি বলেন, আমি ও আমার পরিবার সবসময় অসাম্প্রদায়িক ছিলাম। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এই শহরে বসবাস করছি। আমরা দেখছি, সারা দেশে নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে।


তিনি আরো বলেন, আজ ঢাকায় ফিরে সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরের পথে রওনা দেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com