শিরোনাম
চলনবিল হবে মিনি সিঙ্গাপুর: পলক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬
চলনবিল হবে মিনি সিঙ্গাপুর: পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রচাণার শেষ মুহূর্তে নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকায় ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক। প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।


বুধবার দিনব্যাপী এলাকার পমগ্রাম, কুশাবাড়ি, নীলচড়া, বুদার বাজার, শালিখা, রানীনগর স্লুইচগেট বাজার, চকপুর জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি গ্রাম ও হাট-বাজারে পথসভা ও উঠান বৈঠক করেন তিনি।


এসব প্রচারণায় জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে চলনবিল মিনি সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। শেরকোলের একই স্থানে ২৫২ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো বাস্তবায়িত হলে এ এলাকার ২০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।


এসব কর্মসূচিতে শেরকোল ইউপির চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com