শিরোনাম
দিনাজপুরে ধানের শীষের জামায়াত প্রার্থীর প্রচারে হামলা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭
দিনাজপুরে ধানের শীষের জামায়াত প্রার্থীর প্রচারে হামলা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হানিফের প্রচারণায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।


মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের চৌদ্দহাট কালীবাজারে এ ঘটনা ঘটে। এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ধানের শীষ প্রতীকের জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ।


তার অভিযোগ, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীকের ১০ নেতাকর্মীকে আটক করে রাখে তারা। পরে পুলিশ তাদের উদ্ধার করে।


এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন বলে জানান তিনি।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল।


বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাকিলা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর বেশি কিছু বলতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, জেলায় আমাদের নির্বাচনী মিডিয়া সেল রয়েছে। সেখান থেকে জেনে নিন। আমাদের বলা নিষেধ আছে।



অপরদিকে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুর-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, তার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারপিটসহ নির্বাচনী প্রচারে বাঁধা প্রদান করছে। এছাড়া বিএনপির নির্বাচনী অফিসগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। বিনা কারণে বিএনপি নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার ও হয়রানি করছে।


এ বিষয়ে তিনি জেলা রির্টানিং অফিসার বরাবর দুইবার লিখিত অভিযোগ করলেও কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি দাবি করেন- অন্যান্য আসনের মত দিনাজপুর-২ আসনেও সমানভাবে সেনাবাহিনী মাঠে রাখতে হবে।


বিবার্তা/শাহী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com