শিরোনাম
খাগড়াছড়িতে গোলাগুলি, নিহত ২
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮
খাগড়াছড়িতে গোলাগুলি, নিহত ২
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির পানছড়িতে রাস্তার ওপর গুলিবিদ্ধ দুটি লাশ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার পর গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।


নিহতদের একজনের নাম চিক্য চাকমা (৩২)। তিনি স্থানীয় লোগান বাজারের চা দোকানি ও ইউপিডিএফ কর্মী। অপরজনের নাম সোহেল রানা (৩০)। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়। তিনি পেশায় একজন শ্রমিক।


পানছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১২টার দিকে পুজগাং নিচের বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। সিংহ মার্কার স্বতন্ত্র পার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে ওই দুইজন মারা যান।


ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ বিষয়ে ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমা বলেন, তাদের সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আলাদা সংগঠন যারা খুলেছে তারাই নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে।


বিবার্তা/জাহেদ/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com