শিরোনাম
সাভারে বাধা দেয়ার অভিযোগ ঐক্যফ্রন্টের প্রার্থীর
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:২১
সাভারে বাধা দেয়ার অভিযোগ ঐক্যফ্রন্টের প্রার্থীর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন ঢাকা-১৯ আসনের (সাভার) ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার সাভারের ব্যাংক কলোনী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।


ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনকে সামনে রেখে বিনা অভিযোগে তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। তাকে প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের পোষ্টার ছিড়ে ফেলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।


এমতাবস্থায় নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ।


অন্যদিকে, মঙ্গলবার রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিএনপি সমর্থিত সাভার পৌরসভার মহিলা কাউন্সিলর ডারফিন আক্তারের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।


এর আগে, সকালে সাভারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলামসহ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com