শিরোনাম
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীকে গণধোলাই
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:২০
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীকে গণধোলাই
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। বুদ্ধি প্রতিবন্ধী পলাশ পাগলকে থাপ্পড় মারার অভিযোগে গণধোলাইয়ের শিকার হন আবু জাহিদ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এ নিয়ে সোমবার পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত আবু জাহিদ নিউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সিংহ প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।


এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বঙ্গবন্ধু মার্কেটের সামনে সিংহ প্রতীকে ভোট চাইতে যান। এসময় তাকে দেখে আওয়ামী সমর্থক পলাশ পাগলা নৌকা নৌকা করলে স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউ রাগান্বিত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী পলাশ পাগলকে থাপ্পড় মারতে শুরু করে। এসময় উত্তেজিত জনতা পাগলের গায়ে হাত তোলার অভিযোগে জাহিদ নিউকে গণধোলাই দেয়।


খবর পেয়ে দ্রুত পলাশবাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে চরথাপ্পর মারিনি। একটা মানসিক প্রতিবন্ধী লোককে সামনে রেখে আওয়ামী লীগের কিছু সমর্থক আমার কর্মীর উপর হামলা করেছে।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com