শিরোনাম
বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা উচিত : ইনু
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪
বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা উচিত : ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, জঙ্গি ও সকল খুনিদের ঠিকানা বিএনপি। তাই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত।


রবিবার কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ও মজমপুর গেট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


এসময় তিনি সকল মুক্তিযোদ্ধা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তিকে দল মত নির্বিশেষে শেখ হাসিনা ও মহাজোটের পক্ষে থেকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।


রবিবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ও মজমপুর গেট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধে স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় জাসদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com