শিরোনাম
খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭
খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি আদালত ভবন হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে টাউনহলে এসে চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।


র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহমান প্রমুখ।


উল্লেখ্য, ১৯৭১ সালের আজকের এই দিনে খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়েছিল। সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষে অংশ নিয়েছিলো মুক্তিযুদ্ধে।


সর্বশেষ ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীদের হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।


১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী। এসময় গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এর আগে ২৭ এপ্রিল মহালছড়িতে সম্মুখ যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের। পরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় মহালছড়িতে চিত্তরঞ্জন চাকমাসহ চার পাহাড়িকে হত্যা করে পাকবাহিনী।


বিবার্তা/জয়নাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com