শিরোনাম
সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে প্রার্থীসহ আহত ১৫
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪১
সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে প্রার্থীসহ আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে দলটির প্রার্থী রুমানা মাহমুদসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ইবিরোড এলাকায় এ ঘটনা ঘটে।


বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ''বিকালে আওয়ামী লীগের একটি মিছিল বিএনপি অফিসের সামনে দিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় হোসেনপুর এলাকা থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ি থেকে তার সহধর্মিনী বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মাহমুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপি অফিসের দিকে রওনা হলে স্থানীয় ইবি রোড এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি, টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে রুমানা মাহমুদ, মেরীসহ প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়।''


সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ''সন্ধ্যার দিকে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় অফিসে যাওয়ার সময় বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে এবং গাড়িতে হামলা চালায়। এ সময় ৪ পুলিশ সদস্য আহতসহ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৮ রাউন্ড টিয়ার শেল এবং ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।''


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com