শিরোনাম
অস্বাভাবিক সরকার আনার পাঁয়তারা ঐক্যফ্রন্টের: ইনু
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫
অস্বাভাবিক সরকার আনার পাঁয়তারা ঐক্যফ্রন্টের: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি, জামায়াত ও ঐক্যফ্রন্টের নেতাদের কথাবার্তা ও চালচলন দেখে মনে হচ্ছে উছিলা তৈরি করে নির্বাচনকে বানচাল করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অস্বাভাবিক সরকার আনার পাঁয়তারা করছে।


শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন।


বিএনপি, জামায়ত ও ঐক্যফন্টের প্রার্থীদের বর্জন করার আহবান জানিয়ে ইনু বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি ও ঐক্যফন্টের নেতারা সকাল বিকাল বিভিন্ন রকমের অভিযোগ উত্থাপন করছে। তারা একবার নির্বাচন কমিশনকে প্রশংসা করে আরেকবার গালমন্দ করে। সুতরাং যারা অপকর্মের জন্য মাফ চাই না তাদের বর্জন করা উচিত।


এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com