শিরোনাম
হামলার অভিযোগে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫২
হামলার অভিযোগে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত দেশের আনাচে-কানাচে। শিল্প নগরী গাজীপুর-১ আসনেও প্রার্থীরা শুরু করেছে নির্বাচনী প্রচার।


প্রচারের দ্বিতীয় দিন বুধবার কালিয়াকৈরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা পরস্পরের উপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
বুধবার দুপুরে আওয়ামী লীগ প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হকের প্রচারের গাড়ি ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সমর্থকদের বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে বিকেলে সংবাদ সম্মেলন করেছে দলটি।


পক্ষান্তরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।


কালিয়াকৈর উপজেলার সফিপুর ও কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে বলে পৃথক সংবাদ সম্মেলনে তুলে ধরে দল দুটি।


বিবার্তা/তুহিন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com