শিরোনাম
কালিয়াকৈরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১
কালিয়াকৈরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা পরস্পরের উপর হামলা চালিয়েছেন। পৃথক হামলার ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।


বিএনপি নেতাকর্মীরা জানান, বুধবার সকালে বিএনপির প্রার্থী চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী নেতাকর্মীদের নিয়ে সফিপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় যায়। এ সময় আওয়ামী লীগের একটি মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। বিএনপির লোকজন গাড়িসহ রাস্তার পাশে অবস্থান নেয়। হঠাৎ বিএনপির ভেতরে অবস্থানরত কেউ একজন ধানের শীষের শ্লোগান দেয়। এতে আওয়ামী লীগের মিছিলে থাকা লোকজন ক্ষুদ্ধ হয়ে কয়েকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। বিএনপির নির্বাচনী প্রচারণার গাড়ি ভাংচুর করে।



এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিব, হাজী মাকসুদুর রহমান হেলালী ও খাইরুল হাসান রিপন প্রমুখ।



এদিকে, গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের সমর্থকদের উপর বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সমর্থকরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের।



গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের নির্বাচনী মিডিয়া সেলের দায়িত্বে থাকা নেতারা জানান, সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা করার সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা নৌকার প্রচারের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।



এছাড়া পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড সহ-সভাপতি মো. মরিরুজ্জামান মনিরের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপির প্রার্থীর সমর্থকরা। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।


বিবার্তা/তুহিন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com