শিরোনাম
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:০০
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২টি ঝুঁকিপূর্ণ সহ মোট ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।


এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং স্বচ্ছ। জেলা-উপজেলা সদরের মতো দুর্গম-পাহাড়ি এলাকাতেও কঠোর নিরাপত্তায় সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা কঠোর নজরদারিত্বে থাকবেন। কেন্দ্রে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


শনিবার সকাল ১১টা থেকে বিকাল বিকান ৫টা পর্যন্ত বান্দরবান ৩০০নং আসনের বাইশারী ইউনিয়নের কাগজীখোলা, ক্যাংগারবিল, আলীক্ষং, করলিয়ামুরা, বাইশারী সদর, আলীমিয়া পাড়াসহ দুর্গম এলাকা সমূহের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুল ইসলাম, কাগজীখোলা পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো. মনিরুল ইসলাম, এসআই মো. বেলাল, এএসআই রুবেল ধর প্রমুখ।


বিবার্তা/নয়ন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com