শিরোনাম
লক্ষ্মীপুরের ৪টি আসনে ১৮ জনের মনোনয়ন প্রত্যাহার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৪৪
লক্ষ্মীপুরের ৪টি আসনে ১৮ জনের মনোনয়ন প্রত্যাহার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, বিএনপি, জেএসডি, গণফোরাম ও স্বতন্ত্রসহ ১৮ জন প্রার্থী একাদশ জাতীয় নির্বাচন থেকে তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পালের কাছে সরাসরি ও অনলাইনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।


এর মাধ্যমে জেলার ৪টি আসনে ৪২ জন প্রার্থীর মধ্যে ১৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। বাকি ২৪ জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জেএসডির এম এ গোফরান, বিএনপির হারুনুর রশিদ, জাতীয় পার্টির মো. জাকির হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র মো. সাহাবুদ্দিন ও মাহবুব আলম।


লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ ও রায়পুর) বিএনপির হারুনুর রশিদ হারুন, জেএসডির এম এ ইউসুফ, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের শাহ আহম্মদ বাদল, স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন মাষ্টার।


লক্ষ্মীপুর-৩ (সদর) বিএনপির সাহাবুদ্দিন সাবু, আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু, গণফোরামের আ ও ম শফিক উল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগ মোহাম্মদ উল্যাহ, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার।


লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আওয়ামীলীগের মো. আবদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com