শিরোনাম
বান্দরবানে পাহাড় ধসে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৭
বান্দরবানে পাহাড় ধসে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে নুরুল কাশেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় জানা যায়নি।


শনিবার গভীর রাতে উখিয়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।


রবিবার সকালে উখিয়া ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে।


নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানিয়েছেন, ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শ্রমিক মারা যান।


স্থানীয় সূত্রে জানা যায়, কচুবনিয়া এলাকার আপন বড়ুয়া গত কিছুদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। রবিবার রাত ১টার দিকে পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করছিল। এক পর্যায়ে পাহাড়ের মাটি চাপা পড়ে শ্রমিক নুরুল কাশেম মারা যান। একই ঘটনায় আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ওসি আনোয়ার হোসেন বলেন, ফায়ারসার্ভিসের সহায়তায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


বিবার্তা/নয়ন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com