শিরোনাম
ফুলবাড়ীতে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭
ফুলবাড়ীতে আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগম আলু উত্তোলন। আগাম জাতের আলুতে ফলন ও দাম ভালো পেয়ে লাভের মুখ দেখছে কৃষকরা, এতে হাসি ফুটেছে তাদের মুখে।


উপজেলার পলি এলাকা বলে পরিচিত শিবনগর, খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়ন গিয়ে দেখা যায় পুরোদমে শুরু হয়েছে আগাম (হলেন্ডার, রোমানা, সাদা ও লাল পাটনাই জাতের আলু উত্তোলন। এই আলু বাজারে নতুন আলু হিসেবে পরিচিত, তাই চাহিদা ও দাম দুটোই বেশি।


এদিকে অন্যান্য জাতের ন্যায় আগাম জাতের আলুতেও ফলন বেশি হয়েছে। ফলন ও দাম দুটোই পেয়ে হাষি ফুটছে কৃষকের মুখে।


উপজেলার রাজারামপুর গ্রামের আলু চাষি ফারুক হোসেন বলেন, রোমানা জাতের আলু একর প্রতি ৫০ থেকে ৫৫ মন করে ফলন হয়েছে, যদিও কৃষি কর্মকর্তা বলছেন, একর প্রতি আলুর উৎপাদন ৮৫ থেকে ৮৮ মন। আলু চাষিরা বলছেন, আগাম জাতের আলু পাইকারি বাজারে ৪০০ টাকা মণদরে বিক্রি হচ্ছে। একই কথা বলেন, একই এলাকার আলু চাষি নজরুল ইসলাম, বাতাশু মণ্ডল ও আবু বক্কর। আলু চাষি ফরুক হোসেন বলেন, তিনি এই বছর ৫ একর জমিতে আগাম জাতের আলু চাষ করেছে, এখন আলু উত্তোলন করে ওই জমিতে ভুট্টা চাষ করবে।



উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন, এ বছর এই উপজেলায় ২১৫ হেক্টর বা ৪৯৭৭ একর জমিতে আলু চাষ করার লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, যারা আগাম জাতের আলু রোপণ করেনি, তারাও এখন আলু রোপণ করছেন, প্রতিটি আলু ক্ষেতে আলু উত্তোলনের পর ভুট্টা চাষ হবে।


কৃষি কর্মকর্তা আরো বলেন, যে কৃষক এখন পর্যন্ত আলু উত্তোলন করেনি, তারা আলু ক্ষেতেই সারিবদ্ধ ভাবে ভুট্টার বীজও রোপণ করছে, সাথী ফসল হিসেবে আলু ও ভুট্টা একই সাথে বড় হবে। কৃষি কর্মকর্তা বলেন, আলুর পর ভুট্টা, ভুট্টা তুলেই আবার আউশ ধান চাষ করা হবে, আউশ ধান উঠার পর আবার ওই জমিতে আগাম জাতের আমন ধান রোপণ করতে পারবে কৃষক, এতে করে একই জমিতে বছরে চারটি করে ফসল উৎপাদন করছে কৃষকরা।


বিবার্তা/মেহেদী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com