শিরোনাম
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৭
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রা পুড়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল দুর্বৃত্ত জেলা বিএনপি অফিসে দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ধারণা করা হচ্ছে, গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও জাপা’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার এবার জাপা থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে মনোনয়ন নেন। ঐক্যফ্রন্ট থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়বেন তিনি। তারই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরাই বিএনপি অফিসে আগুন দিতে পারে।


জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে ঈর্ষাণিত হয়ে দুবৃর্ত্তরা বিএনপি অফিসে আগুন দিয়েছে।


এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/জাকির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com